বলিউডের আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের মৃতদেহ উদ্ধার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩
স্টুডিওতে উদ্ধার হল বলিউডের প্রখ্যাত আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের মৃতদেহ। লগান, দেবদাস, যোধা আকবর, এর মতো বহু সিনেমার সেট ডিজাইন করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৪ টি জাতীয় পুরস্কার। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিজ্ঞ চলচ্চিত্র কর্মী।
জানা যায়, বুধবার (২ আগস্ট) ভোরে এনডি স্টুডিওতে পড়েছিল নীতীনের নীথর দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন।
ধারনা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিজ্ঞ আর্ট ডিরেক্টর। রটনা, আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন নীতীন। তাঁর জেরেই এমন পদক্ষেপ ? এর প্রকৃত কারন খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএ্ক্স/