আমরা আর মফিজ নই বললেন আসাদুজ্জামান নূর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


আমরা আর মফিজ নই বললেন আসাদুজ্জামান নূর
জনসভায় বক্তব্য করছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, “আমরা এখন আর মফিজ নই। বাসের ছাদে না, টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাই।”


বুধবার (২ আগস্ট) রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।


আসাদুজ্জামান নূর বলেন, “সৈয়দপুরে প্রতিদিন ১৮টা ফ্লাইট যাতায়াত করে। আমাদের এলাকার মানুষ টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাতায়াত করেন। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদানে। তিনি ক্ষমতায় এসে মঙ্গা দূর করেছেন।”


আরও পড়ুন: বঙ্গবন্ধু কন্যা বিএনপিকে মফিজ বানিয়ে দিয়েছেন: নৌ প্রতিমন্ত্রী


এ সময় আসাদুজ্জামান নূর গত ১৫ বছরের উত্তরাঞ্চলসহ সারা দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন।


আরও পড়ুন: গঙ্গার পানি পেয়েছেন, তিস্তার পানিও পাবেন: ওবায়দুল কাদের


এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


জেবি/এসবি