ডেঙ্গুতে মৃত্যু ১২, হাসপাতালে ভর্তি ২৭১১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


ডেঙ্গুতে মৃত্যু ১২, হাসপাতালে ভর্তি ২৭১১
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২৭১১ জন। 


বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে  হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৩০ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৫৮১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: দিনের শুরুতেই ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত  হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৫২৯ জন। মারা গেছেন ২৭৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২১৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৬ জন।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা


গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে  মৃত্যু বরণ করেছেন২৮১ জন।


জেবি/এসবি