মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বাস দুর্ঘটনা, নিহত ১৮


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩


মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বাস দুর্ঘটনা, নিহত ১৮
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনারকবলে পড়ে  ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাসটিতে বিদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকও ছিল। 


বৃহস্পতিবার (৩ আগস্ট) মেক্সিকোর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।


জানা গেছে, দুর্ঘটনারকবলে পড়া বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর সীমান্ত শহর টিজুয়ানার দিকে যাচ্ছিল। বাসটিতে ৪২ জন যাত্রীর মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকার দেশগুলোর নাগরিকও ছিল।


নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দেশটির কর্মকর্তারা জানিয়েছে, কিছু যাত্রীর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে।


আরএক্স/