ইমরান খান গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩
তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রোফতার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন। এরপরই তাকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেফতার করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
আরও পড়ুন: থাইল্যান্ডে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৮
ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাঞ্জাব এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, “ইমরান খানকে কোট লোকপট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।”
আরও পড়ুন: ভারতের হিমাচলে বন্যা বিপর্যয়ে মৃত্যু কমপক্ষে ১৯৯ জনের, নিখোঁজ ৩১ জন
এর আগে দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরানকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়।
জেবি/এসবি