নো বলে আউট করবো না, মিডল স্ট্যাম্প উড়িয়ে দেব বললেন রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩
‘বিএনপির ছোড়া বলে গুগলি-আউট কিছুই হবে না’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “নো বলে কিংবা এলবিডব্লিউ করে নয়, বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে”।
শনিবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “মানুষ বলাবলি করেন ‘লাইলাতুল ইলেকশন’ করেছেন। এখন ‘লাইলাতুল আদালত’ কর্তৃক রায় দেওয়া হচ্ছে। সাগর-রুনির বিচারের শুনানি ৯৯ বার পেছানো হয়েছে। আর তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল। সেজন্যই আমি বিস্মিত নই।”
আরও পড়ুন: আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা কাল
তিনি বলেন, “জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তিনি তো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আর তার দুর্বল জায়গা তার সহধর্মিণী। সেজন্যই তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। যারা ফ্যাসিস্ট তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না।”
জেবি/এসবি