পান্না কায়সারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


পান্না কায়সারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
পান্না কায়সার | ফাইল ছবি

বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হীদজায়া পান্না কায়সারের মরদেহ  সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে লেখক শিল্পীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।


সেখান থেকে দুপুর ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। 

 

শুক্রবার  (৪ আগস্ট)  রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের। তিনি ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করে বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন। 


আরও পড়ুন: আজ শহীদ মিনারে রাখা হবে পান্না কায়সারের মরদেহ


১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখায় ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।


জেবি/এসবি