সাংবাদিকতা নাকি সনদবিহীন স্বাধীন পেশা?


Janobani

বশির হোসেন খান

প্রকাশ: ০৬:২০ পিএম, ৯ই আগস্ট ২০২৫


সাংবাদিকতা নাকি সনদবিহীন স্বাধীন পেশা?
সাংবাদিক বশির হোসেন খান।

বাংলাদেশে একমাত্র পেশা সাংবাদিকতা, যার নেই কোনো সুনির্দিষ্ট মানদণ্ড। ডাক্তার হতে লাগে ডিগ্রি, আইনজীবী হতে লাগে অনুমোদন। কিন্তু সাংবাদিক? নিজের বানানো ভিজিটিং কার্ড, গলায় একটা আইডি কার্ড, হাতে মাইক্রোফোন বা মোবাইল— ব্যস, আপনি এখন সাংবাদিক!


পেশাগত মানসিকতা নেই, নেই প্রশিক্ষণ বা জবাবদিহিতা। যার যা ইচ্ছে, তাই বলে, তাই লেখে। ভিউয়ের নেশায় সত্য-মিথ্যা গুলিয়ে যায়, গুজব ছড়ায়, মানহানি ঘটে, সমাজ বিভ্রান্ত হয়।


যে পেশা হওয়ার কথা ছিল মানুষের মুখপাত্র, তা আজ অনেকের হাতে হয়ে উঠেছে স্বার্থ আর অপপ্রচারের হাতিয়ার। ফলাফল? সাংবাদিকতার প্রতি হারিয়ে যাচ্ছে মানুষের আস্থা। তবুও আলো জ্বলে কিছু হাতে—আছেন এখনো কিছু সত্যিকারের সাংবাদিক, যারা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন, অসহায়ের কান্না পৌঁছে দেন সমাজের দরবারে।


এখনই সময় সাংবাদিকতাকে ফিরিয়ে আনার। নৈতিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পথে। কারণ একটি মাইক্রোফোন, কলম বা ক্যামেরা যদি ভুল হাতে যায়— তাহলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ংকর অস্ত্র।


আরএক্স/