Logo

মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৯
141Shares
মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল । ছবি: সংগৃহীত

বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে প্রবাসীদের মধ্যে ছড়ানো বিভ্রান্তি ও গুজবের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশিত একটি পোস্টে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরেন।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার বা আমার বিরুদ্ধে মিথ্যাচার নতুন কিছু নয়। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রচার করছে যে প্রবাসীদের মোবাইল ফোন সেট নিয়ে বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি।

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে, একটার বেশি মোবাইল সেট আনা হলে ট্যাক্স দিতে হবে।

বিজ্ঞাপন

সত্য: পূর্বে প্রবাসী কর্মীরা শুধু নিজের ব্যবহৃত সেটের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকারের সিদ্ধান্তে সুবিধা বাড়ানো হয়েছে, এখন প্রবাসীরা দুটি নতুন সেট আনতে পারছেন। দুইটির বেশি আনলে শুধুমাত্র ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এটি করা হয়েছে প্রবাসীদের সুবিধার জন্য, তবে এটি বিএমইটি থেকে ছাড়পত্রপ্রাপ্ত প্রবাসীদের জন্য প্রযোজ্য।

মিথ্যা: প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

বিজ্ঞাপন

সত্য: নতুন ফোন রেজিস্ট্রেশন প্রয়োজন ১৬ ডিসেম্বর থেকে, তবে এটি প্রবাসীদের জন্য আলাদা নয়; বাংলাদেশের সবার জন্য প্রযোজ্য। নতুন ফোনের ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে। এটি অবৈধ ব্যবহার ও অপরাধ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়েছে, প্রবাসীদের হয়রানি করার জন্য নয়।

ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্ক করেন, গুজবকারীদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। কেউ প্রচার করছে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন—এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিশেষে বলেন, আমি জানি, আরও কিছু বিষয়ে আপনারা প্রশ্ন করছেন। সেগুলো দ্রুত জানানো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD