Logo

আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৩
11Shares
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

দেশের ঋণ পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেছেন, আমরা ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছি—এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, কয়েক বছর আগে দেশের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের ওপরে ছিল, যা বর্তমানে ৭ শতাংশের ঘরে নেমে এসেছে।

তিনি বলেন, সমস্যার মূল কারণগুলো স্পষ্টভাবে শনাক্ত করতে হবে। কর-জিডিপি অনুপাত কমার একটি বড় কারণ হলো—জিডিপির সব খাত থেকে যথাযথভাবে রাজস্ব সংগ্রহ করা যাচ্ছে না।

সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মন্তব্য করেন, ঋণের ফাঁদে পড়া দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঋণ নেওয়া মানে আবার ঋণ দিয়ে পূর্বের ঋণ পরিশোধ করতে হবে। ইতিমধ্যে বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন প্রধান ব্যয়ের খাত। কৃষি ও শিক্ষা খাতের জন্য বরাদ্দ কমে গিয়ে ঋণের সুদ পরিশোধ এখন প্রধান জায়গা দখল করেছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ। অনুষ্ঠানটি শুরু হয় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মঞ্জুর হোসেনের স্বাগত বক্তব্য দিয়ে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব মনিরা বেগম।

বিজ্ঞাপন

সেমিনারে উপস্থিত অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা দেশের ঋণ ও রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে কেন্দ্র করে নানা উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে সতর্কতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD