সেপ্টেম্বর থেকে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩


সেপ্টেম্বর থেকে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আগামী সেপ্টেম্বরে দেশে নারীদের জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী, “দেশে প্রতিবছর ২৭ হাজার নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ছয় হাজার মৃত্যুবরণ করেন। আমরা যদি টিকা দিতে পারি তাহলে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে যাবে। জরায়ু মুখ ক্যানসারের যে টিকা দেবো, সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত।”


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপি’র জনসচেতনতা র‍্যালি


তিনি আরও বলেন, “এ টিকা ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের দিতে হয়। আমরা প্রথমে স্কুলের মেয়েদের থেকে শুরু করবো, তবে পর্যায়ক্রমে আমরা সব মেয়েদেরই এ টিকা দেবো। আমরা সেপ্টেম্বর মাস থেকে এ টিকা দেওয়ার কাজ শুরু করবো।”


আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতা ছাড়া গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব নয়: উপাচার্য


জাহিদ মালেক, “ইতোমধ্যে আমরা টিকা হাতে পেয়েছি। আমরা প্রায় সাড়ে ২৩ লাখ টিকা পেয়েছি, আমাদের কাছে আছে। নভেম্বরেও আমরা আরও ২০ লাখ টিকা পাবো। ডিসেম্বরে পাবো ১২ লাখ। ২০২৪ সালে আমরা আরও ৪২ লাখ টিকা পাবো। ২০২৫ সালে পাবো আরও ২২ লাখ টিকা। যেহেতু এ টিকার চাহিদা অনেক বেশি এবং এ টিকা বিশ্ব জুড়ে দেওয়া হচ্ছে। তাই যেভাবে আমরা টিকা পাব সেভাবেই আমরা দেওয়া শুরু করবো।”  


জেবি/এসবি