Logo

সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে ২০টি ভূমিহীন পরিবার

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৩, ২০:২৩
43Shares
সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে ২০টি ভূমিহীন পরিবার
ছবি: সংগৃহীত

সখীপুর উপজেলায় ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও ঘর পাচ্ছে আরও ২০টি ভূমিহীন পরিবার।

বধুবার (৯ আগস্ট) সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ২০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ আগস্ট)বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারজানা আলম।

বিজ্ঞাপন

সখীপুর উপজেলায় ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ২০ টি ঘরসহ মোট ২০০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হবে। এ বছরের মধ্যে ২য় ধাপে বাকী ১০টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে সখীপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মন্জূরুল মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD