টুইটারের লোগো নিলামে তুলছেন ইলন মাস্ক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩


টুইটারের লোগো নিলামে তুলছেন ইলন মাস্ক
ফাইল ছবি

এবার টুইটারের লোগো নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ধনকুব ইলন মাস্ক। বর্তমানে টুইটারকে এক্স হিসেবে ব্র্যান্ডিং করছেন মাস্ক। খুলে রেখেছেন আগের লোগো।


এবার টুইটারের সেই খুলে রাখা লোগো এবং অন্যান্য স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। 


এই ৫৮৪ স্মারকের তালিকায় কফি টেবিল, পাখির খাঁচা ও কিছু তেলচিত্রও আছে। এই তালিকায় দশটি ডেস্ক, চেয়ার, ডিজে বুথ ও মিউজিক্যাল ইন্সট্রুমেন্টও আছে। 


আরও পড়ুন: ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে


গেল বছর টুইটার নিজের মালিকানায় নেওয়ার পর থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন মাস্ক। হাজার হাজার কর্মীকে তিনি ছাটাই করেছেন। এই নিলামের নাম দেওয়া হয়েছে, ‘টুইটার রিব্র্যান্ডিং: অনলাইন অকশন ফিচারিং মেমোরাবিলিয়া, আর্ট, অফিস অ্যাসেট এন্ড মোর’। সূত্র: বিবিসি


জেবি/এসবি