খাল থেকে ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ উদ্ধার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩


খাল থেকে ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে খালে ডুবে ৩ শিশুর মারা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ। এর আগে একই দিন সকালে খালের পানিতে তাদের মরদেহ পাওয়া যায়। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে।


যারা নিহত হয়েছে, ফেরাসিংগাপাড়া এলাকার নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮)।


আরও পড়ুন: খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ


স্থানীয়রা জানান, বুধবার (৯ আগস্ট) বিকেলে তিন শিশু পাশের এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালীনামক খালে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে।


আরও পড়ুন: কক্সবাজারে নেমে যাচ্ছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষত চিহ্ন


উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, বৃহস্পতিবার সকালে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।


জেবি/এসবি