হাওয়াইয়ে দাবানলে পুড়ে ছাই ঐতিহাসিক শহর, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩
দাবানলে যুক্তরাষ্ট্র্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনা পুড়ে ছাঈ হয়ে গেছে। এই দাবানলে কমপক্ষে ৬ জনের প্রাণহানি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় এক মার্কিন সিনেটর জানিয়েছেন, লাহাইনা প্রায় পুরোপুরি পুড়ে মাটিতে ধসে পড়েছে।
জানা গেছে, মাউইর স্থানীয় হাসপাতালগুলো পোড়া রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। অনেকেই আবার ভুগছেন ধোঁয়াজনিত নানা অসুস্থতায়।
আরও পড়ূন: তাড়িয়ে দিল তিউনিশিয়া, মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু
স্থানীয় কোস্টগার্ড জানায়, দ্রুত গতিতে ধেয়ে আসা দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে অনেক বাসিন্দা সাগরে ঝাপিয়ে পড়েন। তাদের অনেককেই উদ্ধার করা হয়েছে।
আরও পড়ূন: পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট
স্থানীয় বাসিন্দারা বলছে, “অনেকটা সিনেমায় দেখানো দৃশ্যের মতোই ধেয়ে আসছে এই আগুন।” সূত্র: বিবিসি
জেবি/এসবি