ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২৯৫৯, মৃত্যু ১২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩


ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২৯৫৯, মৃত্যু ১২
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ৯৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৮৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ূন: ডেঙ্গু সচেতনতা বাড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন। মৃত্যুবরণ করেছেন ৩৬৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৮৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৮১ জন।


আরও পড়ূন: একদিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৪৪


উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


জেবি/এসবি