আ.লীগকে বিদায় করার শপথ নিতে হবে: আলাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩


আ.লীগকে বিদায় করার শপথ নিতে হবে: আলাল
সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল

এক দফা দাবিতে গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। 


শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। তারা সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।


বিএন‌পির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল বলেছেন, এই সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ একটি নিরাপদ জায়গা খুঁজছে। আমাদের শপথ করতে হবে এদেরকে (আওয়ামী লীগ) বিদায় করার।


তিনি বলেন, যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, আর জাইমা রহমান দেশে এসে নির্বাচন করেন তাহলে শেখ হাসিনার জামানত বাজেয়াপ্ত হবে।


ঢাকা রি‌পোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জিয়া প‌রিষ‌দ আয়োজিত প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা বলেন।


আরএক্স/