চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩
চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষার নতুন তারিখ ঘোষণা প্রথম চারটি বিষয়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো
অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১ অক্টোবর, ৩ অক্টোবর, ৫ অক্টোবর ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
জেবি/এসবি