তত্ত্বাবধায়ক ফিরলে আ. লীগ ১০ আসনও পাবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩
তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা যদি ফিরে আসে তবে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই একটি মাত্র কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে চায় না আওয়ামী লীগ।
রবিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। শেষ সময়টা অত্যন্ত খারাপ অবস্থা গিয়েছে কোকোর। মৃত্যুর সময় চিকিৎসাটুকু পাননি। যদি তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান না হতেন তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না।”
তিনি বলেন, “খালেদা জিয়া খুব অসুস্থ, অথচ চিকিৎসকদের পরামর্শের পরও বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। খালেদা জিয়া মারা যাক এটা এখন সবসময় চায় সরকার।”
বিএনপি মহাসচিব বলেন, “ডেঙ্গু পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উঁচু সর্তকবার্তা দিয়েছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো উদ্যোগ নেই। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, এজন্যই দেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। সরকারের এত উন্নয়ন, মেগা প্রজেক্ট অথচ চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদও বিলুপ্ত হবে না বললেন কাদের
তিনি বলেন, “যখন আন্দোলন উঠতে থাকে তখনই জঙ্গি নাটক করতে থাকে সরকার। এখন জনগণের চোখ অন্যদিকে প্রবাহিত করতে থাকবে। পশ্চিমা দেশগুলোকে বোঝাবে আমরা না থাকলে জঙ্গির উত্থান ঘটবে।”
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের কাজই লুট, চুরি করা। তারা এটাতে সফলও হয়েছে। তবে একটা কথা ধর্মের কল বাতাসে নড়ে। তাই নড়তে শুরু করেছে। এ দেশের মানুষ জেগে উঠেছে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের জন্য। সারাদেশের মানুষ এখন এক বাক্যে চায় আওয়ামী লীগ সরকারের পতন।”
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের আমলে কোনও উন্নয়নই হয়নি: দীপু মনি
বিদেশীরা বিএনপির সাথে নেই সরকারের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “সরকার এসব ভয় পেয়ে বলছে। আজ বিশ্বের সব জায়গা থেকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে বিশ্বাস করে জনগণকে। আমরা অত্যন্ত আশাবাদী। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এ পাথর জনগণের ঘাড়ে থেকে সরে যাচ্ছে। জনগণ মুক্তি পাচ্ছে একটি ভয়াল থাবা থেকে। শিগগিরই এই সরকারের পতন হবে। নিশ্চিন্তে থাকেন পরিবর্তন আসছে, সুন্দরের জয় হবে।”
জেবি/এসবি