‘চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না’, কংগ্রেসম্যানদের বললেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩
বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে যাচ্ছে না। এমনটাই মার্কিন কংগ্রেসম্যানদের জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনায় চীনের প্রসঙ্গ উঠলে সে বিষয়ে কথা বলেন তিনি।
রবিবার (১৩ আগস্ট) বৈঠকে চীন নিয়ে দুই কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের মোমেন বলেন, “চীন নিয়ে তারা বলেছে— তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ। আমরা বলেছি, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি, তা মাত্র এক শতাংশের মতো।”
তিনি বলেন, “তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ঙ্কর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি। পুলিশ সব লোকজনকে ধরে মেরে ফেলছে। এই ধরনের একটি ধারণায় ভয় তাদের। তবে এসব কোনোটিই সত্য নয়।”
আরও পড়ুন: হোটেল-মেসে অভিযানের নির্দেশ ডিএমপির
কংগ্রেসম্যানদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, “তারা বলেছে রোহিঙ্গাদের কাজ দেওয়ার জন্য। আমরা বলেছি, আমাদের ঘনবসতি। আর আমাদেরই প্রতিবছর ২০ লাখ যুবক কাজের বাজারে যোগ হয়। তোমরা মাত্র ৬২ জন রোহিঙ্গা নিয়েছ। পারলে আরো রোহিঙ্গা নিয়ে যাও।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ মার্কিন কংগ্রেসম্যান
নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, এ বিষয়ে তারা আশ্বস্ত হয়েছেন কি না জানতে চাইলে মোমেন বলেন, সেটি তাদের জিজ্ঞেস করুন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাদের একজন (এড কেইস) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ও অপরজন (রিচার্ড ম্যাকরমিক) রিপাবলিকান পার্টির।
জেবি/এসবি