ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৯০৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৯০৫
ফাইল ছবি

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৯৮ জন।  একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন।


রবিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি ২৪৩২


এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।


জেবি/এসবি