হাসপাতালে ভর্তি দেলাওয়ার হোসাইন সাঈদী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩
কারাবন্দী জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে যাওয়ায় তাকেয় তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সন্ধ্যায় ঢাকায় পাঠিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ জানান, কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদীআজ বিকেলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
আরও পড়ুন: ‘চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না’, কংগ্রেসম্যানদের বললেন পররাষ্ট্রমন্ত্রী
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, “বিকেল ৬টার দিকে দেলোয়ার হোসেন সাইদীকে এ হাসপাতালে আনা হয়। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এখানে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়। তিনি উচ্চ রক্তচাপসহ হৃদরোগ, ডায়াবেটিক ও মেরুদন্ডে ব্যাথার রোগে ভুগছিলেন।”
আরও পড়ুন: হোটেল-মেসে অভিযানের নির্দেশ ডিএমপির
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে প্রাথমিক পরীক্ষায় ইসিজি রিপোর্টে তার ‘মাইল্ড হার্ট এ্যাটাক’ হয়েছে বলে ধারণা করেছেন চিকিৎসকগণ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ওই হাসপাতালে খোঁজ নিয়ে জানাগেছে তিনি বর্তমানে সেখানে আশঙ্কামুক্ত ও স্টেবল অবস্থায় আছেন।”
জেবি/এসবি