জুরাইনে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩


জুরাইনে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫
ফাইল ছবি

রাজধানীর কদমতলির জুরাইনে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে  নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে  মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়ির চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। 


দগ্ধরা ব্যক্তিরা হলেন, আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা (৫)।


তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আলতাফ শিকদারের আত্মীয় মো. মাহবুবর রহমান জানান, রাতে তিনি খবর পান, আলতাফ শিকদারের বাসায় বিস্ফোরণ হয়েছে। তখন সেখানে গিয়ে অন্যদের সহযোগিতায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান।


আরও পড়ুন: ‘চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না’, কংগ্রেসম্যানদের বললেন পররাষ্ট্রমন্ত্রী


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, গভীর রাতে জুরাইন থেকে নারী-শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে।


আরও পড়ুন: হোটেল-মেসে অভিযানের নির্দেশ ডিএমপির


এ প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৫ জনকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।


জেবি/এসবি