সর্বজনীন পেনশন বিধিমালা জারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩


সর্বজনীন পেনশন বিধিমালা জারি
ফাইল ছবি

চার শ্রেণিকে বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বিধিমালায় চারটি পৃথক স্কিম ও ১৮টি ধারা রাখা হয়েছে।


সোমবার(১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সর্বজনীন পেনশন বিধিমালায় পৃথক ৪টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো- স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রগতি স্কিম ও স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য সমতা স্কিম।


আরও পড়ুন: আমরাই গণমাধ্যমকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করেছি: প্রধানমন্ত্রী


এর আগে, গেল ২৪ জানুয়ারি সব নাগরিককে পেনশনের আওতায় আনতে সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস হয়। বিলে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকের নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগের বিধান রাখা হয়।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: মোমেন


পাসকৃত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ অনুসারে- ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়া বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সীরাও এই আইনের আওতায় নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা পরিশোধ করে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ থেকে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হবেন, সে বয়স থেকে আজীবন পেনশন প্রাপ্য হবেন। বিলে আজীবন বলতে পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত বিবেচনা করা হয়েছে।


জেবি/এসবি