Logo

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ নেতার পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৩, ০৫:২৪
30Shares
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ নেতার পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী উপহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সফিউল্যা সুজন । 

রবিবার (১৩ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা. রশিদ আহমেদ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী উপহার প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন গভর্নিং বডি'র সম্মানীত সভাপতি জনাব ডা. শাহীন সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন গভর্নিং বডি'র বিদ্যুৎসাহী সদস্য অবসর প্রাপ্ত উইং কমান্ডার আলী হায়দার মো. জগলুল, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল মতিন পাটওয়ারী,  অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে মো. সফিউল্যা  সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকার জন্যই আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। এসময় তিনি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 

পরীক্ষা সহায়ক সামগ্রী হাতে পেয়ে পরিক্ষার্থীরা উচ্ছ্বাস  প্রকাশ করেন এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD