পুলিশ কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ডাকাতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পুলিশ কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ডাকাতি

রাজধানীর ডেমরায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। লুটে নেয় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা। ঘটনাটি ঘটে রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ডেমরা বালুর মাঠের ছোটপাইটি এলাকায়।

ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তা আজিজুল হক সুমন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আপাতত মনে হচ্ছে এটি ডাকাতি। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা যাচাই-বাছাই হচ্ছে।

এ ঘটনায় এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ বাদী হয়ে ডেমরা থানায় ডাকাতির মামলা করেছেন।

এসএ/