কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪
পঞ্চগড়ের ওপর দিয়ে আবারও দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন করে তুলেছে বিপর্যস্ত।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
অন্যদিকে এই ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে দিনাতিপাত করছে এ জনপদের মানুষ। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্নআয়ের মানুষের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তরের এই জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর ৬টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি।
আরএক্স/