ভারতের বৃন্দাবনে ভেঙে পড়ল বহুতল ভবন, নিহত ৫
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩
ভারতের বৃন্দাবনে বহুতল বাড়ি ভেঙে পড়ল। মঙ্গলবার (১৫ আগস্ট ) স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় ৫ জন। আহত কমপক্ষে ১০ জন।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে। বাঁকে বিহারী মন্দিরের সন্নিকটে একটি বাড়ির একাংশ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ৫ জনের। সেই সময়েই বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির উপর। তারপরেই তীব্র শোরগোল পড়ে যায়।
পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন ১০ জন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্বাধীনতা দিবসে এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরএক্স/