অচিরেই ঋণমুক্ত হবে বাংলাদেশ বললেন পরিকল্পনামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


অচিরেই ঋণমুক্ত হবে বাংলাদেশ বললেন পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

অচিরেই বাংলাদেশ বিদেশি সব ঋণ পরিশোধ করে বোঝামুক্ত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 


মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিদ্যানিকেতন হাইস্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা জানান। 


পরিকল্পনামন্ত্রী, “কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ নাগরিক ও প্রবাসীরাসহ সর্বস্তরের মানুষের আয় বাড়িয়ে দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে। খুব শিগগিরই সব পরিশোধ করে বাংলাদেশ ঋণমুক্ত হবে।”


আরও পড়ুন: বৃষ্টিপাতের প্রবণতা কমতে পেতে পারে


তিনি আরও বলেন, “বিদেশি ঋণের ভারে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে—এমন মন্তব্য অনেকে করে থাকেন। তবে দেশের অর্থনীতি বহুদূর এগিয়ে গেছে। শ্রীলঙ্কা তো দূরের কথা, ২০টি শ্রীলঙ্কা মিলেও এখন বাংলাদেশের সমকক্ষ হতে পারবে না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়িয়ে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে।”


আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া চিকিৎসককে হত্যার হুমকি


এম এ মান্নান  বলেন, “আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে আমাদের ভয় দূর করে সাহসের সঞ্চার করব। কারণ, তিনি আমাদের মতো নিপীড়িত জাতিকে সংগঠিত করে মহা-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের বড় সম্পদ।”


জেবি/এসবি