চট্টগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৪০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


চট্টগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৪০
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট)  রাতে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। এতে  ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির। 


আরও পড়ুন: অচিরেই ঋণমুক্ত হবে বাংলাদেশ বললেন পরিকল্পনামন্ত্রী


এর আগে মঙ্গলবার ৪টার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। 


আরও পড়ুন: বৃষ্টিপাতের প্রবণতা কমতে পেতে পারে


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক ৪০ জন জামায়াত শিবিরের উশৃঙ্খল কর্মী, পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছ।


জেবি/এসবি