ভারতের তেলেঙ্গানায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩
ভারতের তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় একটি ট্রাক এবং একটি অটোরিকশার মধ্যে মর্মান্তিক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ জন যাত্রী।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ আগস্ট) তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার ইয়েলান্দা গ্রামে। জানা যায়, এদিন সকালে উন্টো দিক থেকে আসা একটি দ্রতগামী লরির সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ৪জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত ৪ জনের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রকাশ, ট্রাকটি খাম্মাম থেকে ওয়ারাঙ্গলের দিকে আসছিল, অটো রিকশাটি থুরুরের দিকে যাচ্ছিল। তখনই সংঘর্ষে বাঁধে ৩ জন সম্পূর্ণভাবে ট্র্যাকের নিচে পিষ্ঠ হয়ে যায়।
ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএক্স/