ভারতের ভাগায় মাদ্রাসা ছাত্র হত‍্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩


ভারতের ভাগায় মাদ্রাসা ছাত্র হত‍্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল
ভাগায় মাদ্রাসা ছাত্র হত‍্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল

ভারতের হাওয়াইথাং দারুল সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার ১২ বছরের কিশোর ছাত্র রেজিমুল হোসেন লস্কর হত‍্যাকারী শিক্ষক মহসিন রহমান খানের ফাস্ট ট্র‍্যাক কোর্টে বিচারের মাধ‍্যমে ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। 


বুধবার (১৬ আগস্ট) আসামের কাছাড় জেলার ভাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার প্রাঙ্গন থেকে দক্ষিণ ধলাইয়ের ১০ টি মাদ্রাসার ছাত্র শিক্ষক পরিচালনা সমিতিসহ বুদ্ধিজীবী সমাজ ও স্থানীয় জনসাধারণ মিলে কয়েক হাজার মানুষের এক মিছিল বের হয়।


সেই মিছিলটি ভাগাবাজার থেকে শুরু করে লায়লাপুর পর্যন্ত পরিক্রমা করে। বিভিন্ন ধরণের প্লে কার্ড, ব‍্যানার হাতে নিয়ে মিছিলকারীরা হত‍্যাকারীর ফাঁসি চাই, ফাস্ট ট্র‍্যাক কোর্টে বিচার চাই, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ইত্যাদি শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন। 


পরে বিশেষ মোনাজাতের মাধ‍্যমে কিশোর ছাত্র রেজিমুলের আত্মার সদগতি কামনা করে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া দক্ষিণ ধলাইয়ের ১০ টি মাদ্রাসার পরিচালন সমিতির স্বাক্ষরিত একটি স্মারকপত্র কাছাড়জেলা পুলিশ  সুপারের উদ্দেশে প্রেরণ করা হয়। 


স্মারকপত্রের প্রতিলিপি ধলাই থানার অফিসার ইনচার্জ ও লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জের হাতেও তুলে দেওয়া হয়। 


মিছিলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, সাউথ কাছাড় ডিগ্রি কলেজের সঞ্চালক প্রধান মওলানা ইকবাল হোসেন লস্কর প্রমূখ।


আরএক্স/