উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩
ফের ভারতের উত্তর কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ে দুর্ঘটনার শিকার হলেন ১ দম্পতি ও নাবালক সহ ২ জন। পাথুরিয়াঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫ তলা পুরনো বাড়ির ৩ তলার একাংশ।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ২ জন। পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার ( ১৬ আগস্ট ) রাত সাড়ে ১০ টায় ৬৪ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি ১০০ বছরের পুরনো বাড়ি ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন এক দম্পতি ও নাবালক। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী।
দমকল ও পুলিশে তাঁরাই খবর দেন। রাত ৩ টায় ধ্বংসস্তূপ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকি ২ জন। স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার পক্ষ থেকে বহু আগেই বাড়িটিকে " বিপদজ্জনক বাড়ি" ঘোষণা করে দেওয়া হয়েছিল।
সতর্কতামূলক বোর্ড ও টাঙানো ছিল। তাতেও অনেকেই ওই বাড়িতে বসবাস করছিলেন।
আরএক্স/