প্রেম প্রত‍্যাখ‍্যান করায় মায়ের সামনেই কিশোরীকে কুপিয়ে হত্যা!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩


প্রেম প্রত‍্যাখ‍্যান করায় মায়ের সামনেই কিশোরীকে কুপিয়ে হত্যা!
ছবি: সংগৃহীত

প্রেম প্রত‍্যাখ‍্যান করায় ভারতের মহারাষ্ট্রের ঠাণেরে এক কিশোরীকে তার মায়ের সামনেই কুপিয়ে হত্যা করছেন এক যুবক।  তারপর নিজেকে শেষ করার জন‍্য ফিনাইল খাই ওই যুবক। তবে অভিযুক্ত বেঁচে গিয়েছেন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 


বুধবার ( ১৬ আগস্ট ) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কল‍্যাণের তিসগাঁও এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম আদিত‍্য কাম্বলে। কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আদিত‍্য(২০)। 


কিন্তু সেই প্রস্তাব প্রত‍্যাখ‍্যান করেছিল কিশোরী। অভিযোগ, আদিত‍্য কিশোরীকে নানাভাবে উত্ত‍্যক্ত করছিলেন। তার প্রস্তাব গ্রহণ না করায় শেষমেশ বুধবার (১৬ আগস্ট ) কিশোরীর বাড়ির সামনে এসে হাজির হন আদিত‍্য। 


কিশোরী একটি কোচিং ক্লাসে গিয়েছিলেন সেখান থেকে মায়ের সঙ্গে বাড়িতে ফিরছিল সে। বাড়িতে ঢুকতে যাওয়ার সময়ই আদিত‍্য তার পথ আটকে দাঁড়ান। তারপর হঠাৎ কিশোরী উপর ছুরি নিয়ে হামলা চালান। কিশোরী মা বাধা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। 


তিনি চিৎকার করে সাহায্য চাইতেই আশপাশের লোকেরা ছুটে ও আসেন। কিন্তু আদিত‍্যকে ধরতে পারেননি। পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীকে প্রায় ৮ বার কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কিশোরীর। 


পুলিশ জানিয়েছে, কিশোরীর বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 


আদিত‍্যের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 


আরএক্স