শিলিগুড়িতে বিয়ে করলেন ২ নারী!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


শিলিগুড়িতে বিয়ে করলেন ২ নারী!
স্বপ্না ও প্রিয়াঙ্কা

বন্ধুত্ব থেকে প্রেমের শুরু। এরপর মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২ নারী। 


ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা স্বপ্না বসাক ও প্রিয়াঙ্কা বসাক। মন্দিরে গিয়ে দেবীকে সাক্ষী রেখে ২ জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু ২ নারীর বিয়ে মেনে নেয়নি পরিবার। 


অভিযোগ, পরিবারের তরফে তাঁদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকিও। শিলিগুড়ি সংলগ্ন হাতিয়া ভাঙার বাসিন্দা স্বপ্না বসাক ও প্রিয়াঙ্কা বসাক। গত বছর ডিসেম্বরে ২ জনের পরিচয় হয়। এরপর থেকে কথাবার্তা বলতে বলতে প্রেমের শুরু হয় ২ জনের মধ‍্যে। 


বাড়তে থাকে প্রেমের গভীরতা। বাড়িতে তা জানাজানি হতেই সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ। সম্পতি ১৫ আগস্ট অবশেষে মন্দিরে গিয়ে বিয়ে সারেন স্বপ্না ও প্রিয়াঙ্কা। পরিবার সঙ্গে না থাকলেও প্রতিকূলতা পেরিয়ে মন্দিরে গিয়ে বিয়ে সেরেছেন তাঁরা। 


তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে তাঁদের কাছে। ২ জনের সম্পর্ক বিচ্ছেদ করতে চাপ দেওয়া হচ্ছে। 


একে অপরকে ছাড়া বাঁচতে পারবেন না তা জানিয়ে দিয়েছে ২ যুবতী। এ নিয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।


আরএক্স/