ইবির মার্কেটিং বিভাগের নতুন সভাপতি সহকারী অধ্যাপক আজাদ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ।
শনিবার(১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব শাহ আলম কবির প্রামানিক-এর সভাপতির মেয়াদ ১৭/০৮/২০২৩ তারিখে শেষ হয়।
মার্কেটিং বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক জনাব মো. সাদিকুল আজাদ-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৮/০৮/২০২৩ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে নতুন সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ বলেন, মার্কেটিং বিভাগকে একটি ডায়নামিক ডিপার্টমেন্ট হিসেবে রূপান্তর করতে চাই। বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে বিভাগের ভিশন ও মিশন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো বলে প্রত্যাশা করছি।
আরএক্স/