ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির প্রাণহানি হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটে পার্বতীপুরের পুরাতন বাজার তিলাই নদীর রেল সেতুতে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী মো. সাপিয়ার রহমানের মেয়ে সাথী (৭)।


আরও পড়ুন: দিনাজপুরে বিনামূল্যে গাভী বিতরণ


পারিবারিক সূত্রে গেছে,পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার নামাপাড়ায় মেয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে  নাতনি সাথীকে নিয়ে যান দাদি মর্জিনা বেগম। সকালে মর্জিনা বেগম তার নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় চারজন তিলাই নদীর রেল সেতু পার হওয়ার সময় দুইজন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও দাদি ও নাতনি দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় মারা যায়।


আরও পড়ুন: প্রথমবারের মতো দিনাজপুরের আম ইংল্যান্ডে যাচ্ছে


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম।


জেবি/এসবি