প্রথমবারের মতো দিনাজপুরের আম ইংল্যান্ডে যাচ্ছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


প্রথমবারের মতো দিনাজপুরের আম ইংল্যান্ডে যাচ্ছে
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলা থেকে সংগ্রহকৃত আম ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে এ আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


এর আগে বিরল উপজেলার বাড়ি ফোর জাতের আম ৩০০ কেজি ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজিসহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।


বাগানের মালিক মোমিনুল ইসলাম জানান, ৫০ শতকের ওপরে একটি আমের বাগান করেছি। বাগানে প্রায় শতাধিক গাছ আছে। আমের ফলন ও দাম ভালো পেয়েছি। এবার বাজারে নিয়ে আম বিক্রি করার কোনো ঝামেলা থাকল না। ভালো লাগছে নিজের ফসল দেশের মানুষকেও খাওয়াতে পারলাম। 


দিনাজপুর বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম আম পাঠানোর সংবাদ নিশ্চিত করে জানান, দিনাজপুরের বিরল উপজেলার বাছাইকৃত বাগান থেকে বাড়ি ফোর জাতের ৩০০ কেজি আম ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি আম প্যাকেটজাত করে ঢাকায় অবস্থিত ইংল্যান্ড দূতাবাসে পাঠানো হয়। এরপর প্রসেসিং এর মাধ্যমে বিশেষ ফ্লাইটে ইংল্যান্ডে পাঠানো হবে।


আরও পড়ুন: এবার মমতার জন্য আম পাঠাচ্ছেন শেখ হাসিনা


তিনি আরও জানান, এটি প্রথম ধাপে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আম পাঠানো হবে। এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায়ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে।


দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান জানান, এর আগেও দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর ইংল্যান্ডে আম পাঠানোর হচ্ছে। এই আম দিনাজপুরের বিরলের থেকে সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এই আম যদি দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে দেশের বাইরে পাঠানো যায় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে এবং বৈদেশিক মুর্দা অর্জনের আমের গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


জেবি/ আরএইচ/