সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার করা যাবে না: দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ কালো টাকা ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় প্রয়োজন হলে দুদকের বিশেষ দল মাঠে কাজ করবে।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে কালো টাকা ব্যবহার করার সুযোগ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে কেউ যদি এ ধরনের চেষ্টা করে, ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকসহ সরকারি বিভিন্ন সংস্থা অবৈধ টাকা নিয়ন্ত্রণে তৎপর থাকবে।”
আরও পড়ুন: ২৩ দিনে প্রবাস আয়ে যুক্ত হলো ১৭৪ কোটি ডলার
চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের সময় বিভিন্ন কারণে টাকা খরচের প্রবণতা বেড়ে যায়। ভোটার ক্রয়ের প্রবণতাও থাকে। এর দুটি দিক আছে—ডিমান্ড সাইড ও সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড নিয়ন্ত্রণে রাখা দুদকের দায়িত্ব। অবৈধ টাকার পরিমাণ বেড়ে গেলে তা মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে।
তিনি জনগণকে আহ্বান জানান, “দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না” বলে সচেতন হওয়ার পাশাপাশি যদি কোনো প্রার্থী সম্পদ বিবরণীতে ভুয়া তথ্য দিয়ে থাকে, মিডিয়ার মাধ্যমে বা সরাসরি দুদকের সঙ্গে তা শেয়ার করতে।
আরও পড়ুন: কমেছে কাঁচামরিচের দাম, বিপাকে আমদানিকারকরা
দুদক চেয়ারম্যান বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে এবং আশা করছে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
আরএক্স/