বাংলাদেশি কিশোরীকে গণধর্ষনের অভিযোগে দালালসহ ৪ ভারতীয় আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩
কাজের সন্ধানে দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে এসেছিল বাংলাদেশের ৩ কিশোরী। তাদের ১ জনকে গণধর্ষনের অভিযোগে দালালসহ ৪ যুবককে গ্রেফতার করেছে বাগদা থানা পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মন টোপলা এলাকায়।
শনিবার (১৯ আগস্ট ) সকালে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বনগাঁও মহকুমা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে সনোজ বৈরাগী, প্রমথ মন্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস। বৃহস্পতিবার (১৭ আগস্ট) গভীর রাতে উত্তর ২৪ পরগনার ভারতে প্রবেশ করার পরই দালালদের সম্ভ্রমহানির শিকার হয় এক কিশোরী।
পুলিশ সূত্রে জানা যায়, কলকাতায় কাজ দেওয়ার জন্য বাংলাদেশি এক দালালের হাত ধরে ৩ কিশোরীকে বাগদা থানার রনঘাট এলাকায় নিয়ে আসা হয়েছিল। অভিযোগ, এরপর কলকাতায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতীয় দালাল প্রমথ মন্ডল ওরফে পরী ওই ৩ কিশোরীকে রাতের অন্ধকারে মনটোপলা এলাকায় একটি মুরগির ফার্মে নিয়ে আসে। ৩ বন্ধুকে ওই মুরগীর ফার্মে ডেকে নেয় পরী। সেখানে মদ্যপ অবস্থায় এক নাবালিকাকে গণধর্ষন করে বলে অভিযোগ।
বাকি ২ নাবালিকা পালিয়ে যায়। নিগৃহীতা কিশোরী ও তার ২ বন্ধুর চিৎকার শোনে গ্রামবাসীরা ছুটে আসেন। তারা অভিযুক্ত ৪ যুবকের মধ্যে ২ জনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। ধৃতদের প্রেরণ করে রাতেই তল্লাশি চালিয়ে আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) ওই ৪ অভিযুক্ত যুবককে বনগাও মহকুমা আদালতে প্রেরণ করে।
আরএক্স/