বিহারে সাংবাদিককে গুলি করে হত্যা!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩
ভারতের বিহারের আড়ারিয়া এলাকায় স্থানীয় এক সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠল একদল দুস্কৃতীর বিরুদ্ধে। বিমল কুমার যাদব নামে ওই মৃত সাংবাদিক স্থানীয় একটি দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
শুক্রবার (১৮ আগস্ট ) সকালে আড়ারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় তাঁর বাড়িতে হামলা চালায় ৪ জন দুস্কৃতী। খুব কাছ থেকে সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই মারা যান ওই সাংবাদিক। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য বিমলের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আড়ারিয়া হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশ সুপার অশোক কুমার সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
দুস্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা যায়, ২ বছর আগে বিমলের ছোট ভাই শশীভূষন যাদবকে ও ঠিক একইভাবে হত্যা করেছিল দুস্কৃতীরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল।
এ ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলরা।
আরএক্স/