মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩২ পিএম, ২০শে আগস্ট ২০২৩

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় সিটি ব্যাংক মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) গোপালগঞ্জের পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলার সকল ব্যাংকের মনোনীত কর্মকর্তাগণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। যেখানে ৩০টি ব্যাংক থেকে ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এই কর্মশালায় সমসাময়িক মানি লন্ডারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন অবৈধ হুন্ডি, গেইমিং/বেটিং, ক্রিপ্টো—কারেন্সি ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এবং তা প্রতিরোধ করার জন্য বিভিন্ন কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, সিটি ব্যাংকের হেড অফ অপারেশনর মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক রুমান আহমেদ ও ইসমাইল প্রধান এবং উপ—পরিচালক মাহমুদুল হক ভূইয়াঁ।
এছাড়া সিটি ব্যাংকের ও মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
