একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২১৩৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩
একদিনে আক্রান্ত হয়ে ১০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪৭৬ জন। একই সময়ে নতুন করে আরও ২১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিত এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪৯ জন।
আরও পড়ুন: সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য
এতে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ঢাকা শহরের ৪৮ হাজার ৪৫৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৩৮ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৩
এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরের ৪৭ হাজার ৩৬৯ জন।
জেবি/এসবি