২১ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২১শে আগস্ট ২০২৩


২১ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (২১ আগস্ট) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে তিনি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।


তিন প্রথম প্রধান মন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান।  এরপর তিনি শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন৷


আরও পড়ুন: নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন আজ


বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট এই গ্রেনেড হামলা চালানো হয়৷ শেখ হাসিনাকে টার্গেট করে চালানো এই গ্রেনেড হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও সেদিন এ হামলায় দলের ২২ জন নেতাকর্মী নিহত হয়৷


শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা শুরু হয়েছে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি