স্ত্রী ও মেয়েকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩


স্ত্রী ও মেয়েকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!
স্বামী-স্ত্রী

ভাগ‍্য জোরে রক্ষা পেল বড় মেয়ে। ছোট্ট মেয়ে ও পুলিশ কর্মী স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী। ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায়। জানা যায়, বুলধানা জেলার চিখলী শহরে পঞ্চমুখী মহাদেব মন্দিরের সন্নিকটে বসবাস করতেন বর্ষা কুতে নামে জনৈক ওই মহিলা পুলিশ কর্মী। সঙ্গে তাঁর স্বামী কিশোর ও ২ মেয়ে। একজনের বয়স ৮ বছর আর একজনের ৩। 


সোমবার ( ২১ আগস্ট ) সকালে বাড়ি থেকে উদ্ধার হয় বর্ষা ও ৩ বছরের মেয়ের মৃতদেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর মৃতদেহ ঝুলছিল বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে, একটি গাছে। প্রাথমিক তদন্তে অনুমান, বাড়িতে ধারালো অস্ত্রে কোপে প্রথমে স্ত্রী ও মেয়েকে খুন করেন তিনি। তারপর আত্মহত্যা করেন তিনি নিজেও। 


স্কুলে থাকায় প্রাণে বেঁচে যায় ওই দম্পতির বড় মেয়ে। এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। তাঁদের মতে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাকি ভালোই ছিল। 


মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। খুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তৎপর তদন্তকারীরা।


আরএক্স/