ভারতের তামিলনাড়ুতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩


ভারতের তামিলনাড়ুতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২২ আগস্ট ) বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল একই বাইকের ৩ জন আরোহীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কাড্ডালোরে। আর এই দুর্ঘটনার দৃশ‍্য ধরা পড়েছে বাসেই ড‍্যাশক‍্যামে। 


পুলিশ জানা যায়, একটি বেসরকারি যাত্রীবাহী বাস বিরুধাচলনের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতেই এক লেনের রাস্তা দিয়ে ছুটছিল সেটি। উল্টো দিক থেকেও হুশ হুশ করে এক একটি গাড়ি এবং বাইক বাসটিকে পাশ কাটিয়ে পেরিয়ে যাচ্ছিল। 


রাস্তাটি খুব একটা চওড়া না হওয়ায় অনেকেই সন্তর্পণে বাসের পাশ কাটিয়ে যাচ্ছিলেন। কিন্তু উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা  মারে। সেই গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 


বাসচালক নিয়ন্ত্রণ হারানোর বাসটি উল্টো দিকের লেনে উঠে পড়ে। সেই সময় একটি বাইকে চেপে ৩ যুবক আসছিলেন। বাসটি তাঁদের দিক আসতে দেখে বাইক চালক ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি পিছলে যায়। 


৩ আরোহী বাইক ছেড়ে সরে যাওয়ার সুযোগ পায়নি। তাদের ঘাড়ের উপর হুড়মুছিয়ে এসে পড়ে বাসটি তার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ যুবকের। পুলিশ এসে ৩ জনের মৃতদেহ  উদ্ধার করে নিয়ে যায়। 


এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী এম কে স্ট‍্যালিন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।


আরএক্স/