পুকুরে মাছ চাষের কাজ করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


পুকুরে মাছ চাষের কাজ করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!
প্রতীকী ছবি

পুকুরে মাছ চাষের কাজ করতে গিয়ে সংগঠিত হয়েছে মর্মান্তিক ঘটনা। পুকুরে মাছ চাষ করার সময় বিদ‍্যুতের তারের সংস্পর্শে এলে মৃত্যু কোলে ঢলে পড়ে ৪৩ বছরের যুবক। 


এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আসামের করিমগঞ্জ জেলার কালীগঞ্জ রানিরপার গ্রামে। 


জানা যায়, ইসলাম উদ্দিন নামে এক যুবক তার মামার পুকুরে মাছ চাষের সময় ঝুলে থাকা বিদ‍্যুতের তারের সংস্পর্শে  এসে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালীগঞ্জ পুলিশ। 


মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। ইসলাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইসলাম উদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে।


আরএক্স/