পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে নিহত ৪
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে জানা যায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ জনের। 


মঙ্গলবার (২২ আগস্ট ) দুপুর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ‍্যুৎ সহ বৃষ্টি। বজ্রপাতে জেলার বিভিন্ন প্রান্তে ৪ জনের মৃত্যু হয়। পড়বেতা ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোগার ডাঙ্গা অঞ্চলে মাঠে কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় ২ জনের। 


বিমল মান্ডি (৩৭) জংলাবাদী এলাকার বাসিন্দা। মৃত আরেকজন গৌতম নন্দী (৩৮) বাড়ি সীতারামপুরে। 


স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকাল ৩ টায় মাঠে ধান রোপণের কাজ চলছিল। সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এই ২ জনের। অপরদিকে, খড়গপুরে ২নং ব্লকের লাছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৩ জন। 


মৃতরা হলেন মমতা সাই এবং বরুণ দলুই। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরএক্স/