মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায়। মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। আশংকাজনক অবস্থায় ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ৪ টায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জের কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি সংগঠিত হয়।
পুলিশ জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় হটুগঞ্জ ডাক্তারের মোড়ের উত্তর বেরাঙ্গলির বাসিন্দা প্রতাপ ময়রা (৩০) ও আরও একজনের।
মৃত অন্যজনের পরিচয় এখন ও পাওয়া যায়নি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ও আহতরা সকলেই অটোর যাত্রী ছিলেন বলে জানা গেছে। চিকিৎসকদের আশংকা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/