রাজস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


রাজস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ৬
প্রতীকী ছবি

ভারতের রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। গাড়িতে ট্রাকের সজোরে ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত ৯ জন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে। দৌসার মান্দাওয়ার থানা এলাকার উকরুন্দ গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। এরপর গাড়িটি উল্টে গিয়ে একেবারে দুমড়ে মুচড়ে যায়।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ‍্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


কিভাবে দুর্ঘটনাটি সংগঠিত হল তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেন। তাতেই গাড়িটি উল্টে যায়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/